নিজস্ব প্রতিবেদক:: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল কে অপসারণ ( বহিষ্কার) করা হয়েছে।আজ ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল হক এ আদেশ দেন। স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মোহাম্মদ রাহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়,লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটা এবং কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ না করা সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে দাখিলকৃত অনাস্থা প্রস্তাবের উপর গৃহীত ভোট গণনার পরিষদের ভাইস চেয়ারম্যান পরিষদ সদস্য অর্থাৎ পরিষদের এক-চতুর্থাংশ অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট গৃহীত হয় এমত অবস্থায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ কর্তৃক অবৈধভাবে গাছ কাটা এবং কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথভাবে সরবরাহ না করা বিষয়টি বিভাগীয় কমিশনার তদন্ত প্রমাণিত হওয়ায় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিষদ সদস্য অর্থ পরিশোধের এক-চতুর্থাংশ সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব গৃহীত হয় উপজেলা পরিষদ আইন ১৯৯৮( সংশোধিত) ও মহিলা সদস্যদের (অবসর অনাস্থা ও পদোন্নতি) বিধিমালা ২০১৬ মোতাবেক তাকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হলো এবং রামগতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান -১ মোহাম্মদ রাহিদ হোসেনকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ নিজেকে নির্দোষ দাবী করে আইন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।