রামগতিতে হিমাচল এক্সপ্রেস পরিবহন এর শুভ উদ্ভোধন
নতুন গাড়ি হিমাচল এক্সপ্রেস ১৫ ৭৯৬৫,আলেকজান্ডার থেকে সকাল ৭ টায় ছাড়বে, ঢাকা থেকে রাত ৯ ছাড়বে,পরিবহনটি নিয়মিত চলবে ঢাকা-রামগতি-লক্ষ্মীপুর-আলেকজান্ডার রুটে।
নিজস্ব সংবাদ দাতা::লক্ষ্মীপুরের রামগতি থেকে চলবে বিলাসবহুল চেয়ার কোচ হিমাচল এক্সপ্রেস।আজ বুধবার (১০ মার্চ) রামগতি উপজেলার চর আলেকজান্ডার বাজার থেকে হিমাচল এক্সপ্রেস পরিবহন এর ১৫৭৯৬৫ গাড়ি শুভ উদ্ভোধন করা হয়েছে।যা আজ থেকে রামগতি আলেকজান্ডার টু ঢাকা রুটে নিয়মিত ভাবে চলবে।
রামগতি থেকে ঢাকা গামী নিজ এলাকার যাত্রী সাধারণের কথা চিন্তা করে হিমাচল এক্সপ্রেস এর পরিচালক আফতাব মাসুদ এর উদ্যোগ নেন।রামগতি নিউজকে তিনি বলেন ব্যবসায়িক চিন্তা না করে আমি এলাকার মানুষের উপকারের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেই।আমার ক্ষুদ্র চেষ্টায় যদি রামগতির মানুষের কষ্ট লাঘব হয় একটু আরামে যাতায়াত করতে পারে তাতেই আমার আনন্দ।হিমাচল এক্সপ্রেস পরিবহন যেন এই রুটে নিয়মিত চলতে পারে তিনি যাত্রী সাধারণের সার্বিক সহযোগিতা কামনা।
এদিকে সহযোগিতায় রামগতিতে হিমাচল এক্সপ্রেস পরিবহন আসায় এলাকার মানুষ অত্যন্ত খুশি।হিমাচল এক্সপ্রেস রামগতি রোড এর নতুন গাড়ি ১৫ ৭৯৬৫,আলেকজান্ডার থেকে সকাল ৭ টায় ছাড়বে, ঢাকা থেকে রাত ৯ ছাড়বে।পরিবহনটি নিয়মিত চলবে ঢাকা-রামগতি-লক্ষ্মীপুর-আলেকজান্ডার রুটে।