১ম ছবিটি লক্ষ করুন: প্রথমেই লেবু গাছের যে চোখটি ফুটেছে মাত্র কিন্তু কুশিটি বেশি বড় হয়ে যায় নি সেরকম একটি চোখ পাশের কিছুটা বাকল সহ তুলে নিতে হবে।
এবার দ্বিতীয় ছবিটি দেখুন:যে গাছে আপনি কলমটি করতে চাইছেন সে গাছের সুবিধামত জায়গায় কিছুটা বাকল তুলে ফেলুন(লেবু গাছ হতে সংগ্রহীত বাকলের সমান আকারে)
এবার তৃতীয় ছবির মত চোখটি নির্ধারিত স্থানে স্থাপন করুন।
সবশেষে চতুর্থ ছবির মত ফুটন্ত কুড়িটি বাইরে রেখে সম্পূর্ণ জায়গাটা প্লাস্টিকের ফিতা দিয়ে বেধে দিন।যদিওবা আমি দেখানোর সুবিধার্থে মাইক্রোপোর দিয়ে বেধে দিয়েছিলাম। কিন্তু আপনারা পলিথিন ফিতা দিয়েই বাধবেন।
সাবধানতাঃ খুবই সতর্কতার সাথে কাজটি করতে হবে যেন কুড়িটি ভেঙ্গে না যায়।বাকলের নিচের কোষ স্তর কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না।
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!